Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ধানশাইল ইউনিয়ন

 

১। ইউনিয়নের নামঃ ধানশাইল

২। ইউনিয়নের আয়তনঃ ৩০.৪৬ বর্গকিলোমিটার

৩। ইউনিয়নের সীমাঃ উত্তরে কাংশা দক্ষিণে শ্রীবরদীর গোশাইপুর ইউপি, পূর্বে ঝিনাইগাতী ও           পশ্চিমে শ্রীবরদীর রানীশিমুল ইউপি

৪। লোক সংখ্যাঃ ২৮,৫৬০ জন। পুরুষ-১৪,১০০ ও মহিলা ১৪,৪৬০ জন

      মুসলমানঃ ২৫,৪১০ জন উপজাতীয় ও অন্যান্যঃ ৩,১৫০ জন।

ওয়ার্ড ভিত্তিক লোক সংখ্যা-১নং ২,৮১০ ২নং-২,৭৯০ ৩নং-৩,৮৫০ ৪নং-৩,২২০ ৫নং-২,৯৩০ ৬নং-২,২১০ ৭নং-২,৯২০ ৮নং-৩,৬১৮ ও ৯নং-৪,২১২ জন।

৫। খানার সংখ্যা-৪,৫৯০টি।

৬। প্রতিবন্ধী আছে এমন খানার সংখ্যা-২০৫টি

৭। ভিক্ষুক খানার সংখ্যা-৯২ টি।

৮। গ্রামের সংখ্যা-১৫ টি।

৯। জমির পরিমান-------------- একর পাহাড়ীয়া--------------- একর

১ ফসলী-----------একর ২ ফসলী----------একর

১০। সেচ ব্যবস্থাঃ গভীর নলকুপ-৬টি পাওয়ার পাম্প- ২৮টি

       অগভীর নলকুপ- ৫টি, নলকুপ-১,০২৭টি

১১। নদী ৪টি, খাল/ঝুড়া-৫টি

১২। রাস্তাঃ -------কিঃ মিঃ, পাকা--- কিঃ মিঃ আধাপাকা----- কিঃ মিঃ কাঁচা---- কিঃ মিঃ

বিদ্যুৎ-----কিঃ মিঃ

১৩। ব্রীজ/কালভার্টঃ  ব্রীজ ২০টি. কালভার্ট ২০০টি

১৪। পুকুর- ৭২০টি।

১৫। হাট-বাজারঃ ৪টি

১৬। ইউনিয়ন পরিষদ পকপ্লেক্স নাই।

১৭। ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রঃ ১টি, ক্লিনিক ৩টি।

১৮। মসজিদ ৪৫টি, মন্দির ৫টি, গীর্জা ১টি।

১৯। রেঞ্জ অফিস= নাই, বিট অফিস= নাই, বিজিবি ক্যাম্প= নাই।

২০। কলেজ=১টি, উচ্চ বিদ্যালয়= ২টি জুনিয়র বিদ্যালয়= নাই,ঃ

      মাদ্রাসা-২টি, প্রাঃ বিঃ সরকারী= ৬টি, রেজিঃ ৯টি।

২১। ডাকঘর= ৩টি।

২২। খেলার মাঠ ৬টি, ঈদগাহ মাঠ-২৫টি।

২৩। তথ্য ও সেবা কেন্দ্র ১টি, পাবরিক লাইব্রেরী= ১টি।

২৪। উপজাতীয় সাংস্কৃতিক ক্লাব= নাই

২৫। রাবার বাগান =নাই।

২৬। শিক্ষার হার মাধ্যমিক = ৪৭%, প্রাথমিক= ৯২%

২৭। আবাসন= ১টি, গুচ্ছ গ্রাম ১টি

২৮। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারকারীর হারঃ ৯০%

২৯। খামার বাড়ীর সংখ্যা= ১টি।, বাড়ী= ৫৪০টি।

৩০। বিল= ৪টি, জলাসয়= ১টি, আশ্রয় কেন্দ্র= ১টি